মাঘের তৃতীয় সপ্তাহ পর্যন্ত থাকবে শীতের অনূভুতি
পঞ্চগড়ে শীতের দাপটে নাস্তানাবুদ মানুষ
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ১৮:২৭ | আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ১৫:০২
দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে বয়ে চলেছে হাল্কা ও মাঝারি আকারে শৈত্য প্রবাহ। সাথে চলমান ঘনকুয়াশার কারণে শীত প্রবল আকার করায় জনজীবন নাস্তানাবুদ হয়ে পড়েছে।চলতি মৌসুমে ৩০ ও ৩১ ডিসেম্বর সর্ব নি¤œ তাপমাত্রা ১১ এবং ১২’র ঘরে থাকলেও এর আগে ও পড়ে তা এক ডিজিটের ঘরে ওঠানামা করছে।তবে শক্ররবার (৯ জানুয়ারী) তেতুঁলিয়া আবহাওয়া অফিস দেশের সর্ব নি¤œ তাপমাত্রা রেকর্ড করে ৬ দশমিক ৮ ডিগ্রি সেলয়িাস। শনিবার (১০ জানুয়ারী)সর্ব নি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এটি দেশর সর্ব নি¤œ তাপমাত্রা।
চলতি মৌসুমের ২৮ ডিসেম্বর থেকে তাপমাত্রা দুই পারদে নামতে থাকে। এদিন সর্ব নি¤œ তাপমাত্রা ছিল ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এরপর ২৯ নভেম্বর সর্ব নি¤œ তাপমাত্রা ছিল ১৩ দশমিক ১ ডিগ্রি সেলয়িাস। তবে এদুইদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ও ২৯ দশমিক ৪ ডিগ্রি সেলয়িাস। তেতুঁলিয়া আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, ১০ ডিসেম্বর পর্যন্ত সর্ব নি¤œ তাপমাত্রা নামতে থাকে ১০,১১ , ১২ ও ১৩’র ঘরে।
এরপর ১১ ডিসেম্বর সর্ব নি¤œ তাপমাত্রা চলে আসে ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে। এভাবে কয়দিন ধরে ৮ ও ৯ ডিগ্রিতে থাকে সর্ব নি¤œ তাপমাত্রা। মাঝ খানে গত ২০ ডিসেম্বর সর্ব নি¤œ তাপমাত্রা রের্কড করা হয় ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।এরপর কয়দিন যাবত সর্ব নি¤œ তাপমাত্রা ১০ , ১১,১২ ও ১৪ ডিগ্রিতে ওঠানামা করতে থাকে।
এক পর্যায়ে নতুন বছর জানুয়ারীর প্রথম দিনে সর্ব নি¤œ তাপমাত্রা নামে ৯ দশমিক শূণ্যের ঘরে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এরপর ৪ জানুয়ারী সর্ব নি¤œতাপমাত্রা বেড়ে ১১ দশিমক শূন্য ডিগ্রি সেলসিয়াসে আসে। তবে সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়ায় ১৫ ডিগ্রিতে।পরবর্তীতে সর্বি ন¤œ তাপমাত্রা ১১ ও১২ ডিগ্রি সিলেসিয়াসে ওঠানামা করতে থাকে।
এরপর ৬ জানুয়ারী সর্ব নি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। পরদিন ৭ জানুয়ারী সর্ব নি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। পরদিন ৮ জানুয়ারী আবারও সর্ব নি¤œ তাপমাত্রা বেড়ে দাঁড়ায় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে।
এরপর ৯ জানুয়ারী শনিবার দেশের সর্ব নি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয় তেতুঁলিয়ায় ৬ দশমিক ৮ ডিপগ্রি সেলসিয়াস।
তবে শনিবার (১০ জানুয়ারী) আবারও দেশের সর্ব নি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তবে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক শূণ্য ডিগ্রি সেলসিয়াস। এব্যাপারে তেতুঁলিয়া আবাহওয়া অফিসের আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্রনাথ রায় জানান, আবহাওয়ার ভাষায় এটিকে শীতার্ত মাস বলা হয়, সেজন্য শীত বেশী অনূভুত হয়। আর জানুয়ারী মাস হচ্ছে শীতের মাস। বাংলা মাঘ মাসের ১৮ তারিখ পর্যন্ত শীতের অনুভূতি এমনটাই থাকবে। আকাশে মেঘ ও থাকবে,তবে বৃষ্টি হবেনা।মাঝে মাঝে রোদ ওঠবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত