ময়মনসিংহের তারাকান্দায় নিহত দিপু দাসের পরিবারের পাশে লৌহজং ঐক্য পরিষদের প্রতিনিধি দল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১০:৪৯ | আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ২২:৫৩
গতকাল শনিবার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ লৌহজং উপজেলা শাখার একটি প্রতিনিধি দল সাম্প্রতিক সময়ে আলোচিত নৃশংসভাবে হত্যার শিকার নিহত দীপু দাসের পরিবারের সাথে দেখা করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ বাংলাদেশ যুব ঐক্য পরিষদ ও বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ লৌহজং উপজেলার একটি প্রতিনিধি দল।
প্রতিনিধি দলে ছিলেন সিনিয়র সহসভাপতি সনৎ কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক এডভোকেট সন্জীব মন্ডল, সহ সভাপতি বলরাম দাস, যুব ঐক্য পরিষদের সভাপতি দেবাশীষ শিবু, দপ্তর সম্পাদক রনি ভট্টাচার্য, সহ দপ্তর সম্পাদক বিজয় ঘোষ, সহ প্রচার সম্পাদক দীপক বিশ্বাস।

প্রতিনিধি দল লৌহজং এলাকার দলমত ধর্ম নির্বিশেষে অসহায় এই পরিবারটিকে দীপুর পরিবারের জন্য যে আর্থিক অনুদান দেয় তা প্রদান সহ নিহত দীপুর পরিবারের জন্য কিছু উপহার সামগ্রী নিয়ে যায়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত