বিশ্বকাপের জন্য টাইগারদের ১৫ সদস্যের দল ঘোষণা, বাদ মাহমুদুল্লাহ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২২, ১৫:৩৯ |  আপডেট  : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৫:৩০

ফাইল ছবি

আসন্ন অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১৫ সদস্যের এই দলে নেই অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ।

এবারের আসরে নেতৃত্ব দিচ্ছেন সাকিব আল হাসান। দলের সহ-অধিনায়ক হিসেবে থাকছেন নুরুল হাসান সোহান। নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজেও একই দল থাকবে। এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন ছয় ক্রিকেটার।

১৫ সদস্যের বাংলাদেশ দল: সাকিব আল হাসান, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন দাস, ইয়াসির আলি, নুরুল হাসান সোহান, মোস্তাফিজুর রহমান, সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, নাজমুল হোসেন শান্ত।

স্ট্যান্ডবাই: শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, সৌম্য সরকার, মেহেদী হাসান। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত