বিমানের নতুন এমডি নিয়োগ

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ১৩ জুলাই ২০২২, ২১:৪১ |  আপডেট  : ২২ জানুয়ারি ২০২৫, ০৫:২৮

সরকারের অতিরিক্ত সচিব মো. যাহিদ হোসেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন।

বুধবার (১৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিমানের সদ্য বিদায়ী এমডি আবু সালেহ মোস্তফা কামালকে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে বদলিপূর্বক প্রেষণে নিয়োগ দেওয়া হলো।

এছাড়া রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. আবদুল ওয়াহাব ভূঞাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সুরক্ষা সেবা বিভাগের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত