বিক্রমপুর ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

  স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১১ মার্চ ২০২৪, ১৬:১৮ |  আপডেট  : ১৪ জানুয়ারি ২০২৫, ১১:১২

গত ৯ মার্চ শনিবার বিক্রমপুর ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সভা ধানমন্ডির কার্যালয়ে গ্রুপ ক্যাপ্টেন অবঃ কে এম নজিবের সভাপতিত্বে অনুষ্ঠিত  হয়। 

সভায় বিক্রমপুর ফাউন্ডেশনের ১ নম্বর জীবন সদস্য আবদুর রাজ্জাক খানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়। সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সহিদুর রহমান লাল, নির্বাহী সদস্য আশরাফ আলম কাজলসহ অসুস্থ সদস্যদের আরোগ্য কামনা করা হয়। সভায় বিক্রমপুর ফাউন্ডেশনের জন্য ধানমন্ডির ৭/এ রোডের ৬৯ নং খান বাড়ির নিজ তলায় অফিস দেওয়ার জন্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা এয়ার ভাইস মার্শাল কেএম আমিনুল ইসলামের পুত্র জীবন সদস্য রানা ইফতেখার খানের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

বিক্রমপুর ফাউন্ডেশনের কার্যক্রম আরে সময়োপযোগী ওবেগবান করার ১০০ দিনের কর্মসূচি প্রণয়ের ওপর গুরুত্ব দিয়ে আনিত প্রস্তাব বিবেচনায় এনে তা কার্যকর করার সিদ্বান্ত গৃহীত হয়।

সভায় বিক্রমপুর ফাউন্ডেশনের প্রয়াত সভাপতি ও কৃতি সন্তানের নিয়ে স্মরণ সভা, বিক্রমপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান 
করার সিদ্ধান্ত গৃহীত হয়। সরকারি শেখ হাসিনা মেডিকেল কলেজের এমবিবিএস  ৫ম বর্ষের এক ছাত্রীর ( যার পিতা মৃত) আবেদন বিবেচনা করে মাসিক ৫০০০/ টাকা বৃত্তি( ১০ মাসের জন্য) মঞ্জুর  করা হয়।

সভায় সহ সভাপতি  বীর মুক্তিযোদ্ধা মো: জয়নাল আবেদীন, কোষাধ্যক্ষ সুদেব পাল, সাংগঠনিক সম্পাদক খান নজরুল ইসলাম হান্নান, সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান সজল, তথ্য প্রযুক্তি সম্পাদক মাসুদ রানা, প্রচার প্রকাশনা সম্পাদক কাজী হাসান, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন তালুকদার প্রমুখ আলোচনা করেন।

 

সান
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত