বগুড়া-৩ আসনে ট্রাকের ভারে জামানত হারালেন দুই বারের এমপি

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৪, ১৮:১৫ |  আপডেট  : ১ জানুয়ারি ২০২৫, ২৩:৪২

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে জামানত হারিয়েছেন জাতীয় পার্টির (জাপা) দুই বারের এমপি এ্যাড. নুরুল ইসলাম তালুকদার। গতকাল রোববার রাত ৯ টায় রিটার্নিং অফিসার ও বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণার পর এ তথ্যটি পাওয়া যায়। বেসরকারি ফলাফল অনুসারে দ্বাদশ সংসদ নির্বাচনে বগুড়া-৩ আসনে জাপার প্রার্থী লাঙ্গল প্রতীকে এ্যাড. নুরুল ইসলাম তালুকদার পেয়েছেন ১০ হাজার ৫২৩ ভোট। এই আসনে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের খাঁন মুহাম্মাদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন ৬৯ হাজার ৭৫০ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্ব›িদ্ব অজয় কুমার সরকার কাঁচি মার্কা পেয়েছেন ২৩ হাজার ৮শ ১৫ ভোট। ৩৮, বগুড়া- ৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনটির মোট ভোটার ৩ লাখ ২২ হাজার ১৬৭ জন। যার মধ্যে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ১ লাখ ২১ হাজার ৩৯। মোট বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৭৩। বাতিলকৃত ভোটের সংখ্যা ৫ হাজার ৯৬৬। নির্বাচন নীতিমালা অনুযায়ী প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ পেতে হবে। এক্ষেত্রে ১ লাখ ২১ হাজার ৩৯ ভোটের মধ্যে ১০ হাজার ৫২৩ ভোট পেয়েছেন লাঙ্গল প্রতীক। যা আট ভাগের এক ভাগ হিসাবে ১৫ হাজার ১২৯ ভোট না পাওয়ায় তিনি জামানত র¶া করতে পারলেন না দুই বারের এমপি এ্যাড. নুরুল ইসলাম তালুকদার।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত