তুরস্কে বাংলাদেশী দুই শিল্পীর আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী 

  মিজানুর রহমান ঝিলু 

প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৫, ১২:৪৭ |  আপডেট  : ৮ জানুয়ারি ২০২৫, ০১:০২

তুরস্কের ইস্তাম্বুলে বাংলাদেশী দুই শিল্পী আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন। বাংলাদেশী শিল্পীরা হচ্ছেন মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার জোবায়ের হোসাইন ফাহিম ও লক্ষ্মীপুরের সামিনা এনাম। ২০ ডিসেম্বর থেকে শুরু হওয়া কর্মশালা ২৭ ডিসেম্বর পর্যন্ত চলে। সাত দিনব্যাপী কর্মশালায় বাংলাদেশ, তুরস্ক ও ইরানসহ বিভিন্ন দেশের খ্যাতিমান চিত্রশিল্পীরা অংশ নেন। বাংলাদেশের ‘আর্টস ফর পিপল’ এবং তুরস্কের ‘ইনডিপেন্ডেন্ট আর্ট ফাউন্ডেশন গ্যালারি’ যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে। এ ছাড়া ৩০ ডিসেম্বর শুরু হওয়া চিত্র প্রদর্শনী ইস্তাম্বুলের ইনডিপেন্ডেন্ট আর্ট ফাউন্ডেশন গ্যালারিতে চলতি মাসের ১২ তারিখ পর্যন্ত চলবে।
     
‘আর্টস ফর পিপলে’র প্রতিষ্ঠাতা পর্তুগাল প্রবাসী বাংলাদেশী শিল্পী আসিফ উজ্জামান ও তাঁর পর্তুগিজ বন্ধু শিল্পী আনা সিলভিয়া মালহাদো। আসিফ জানান, ২০১৯ সালে সংগঠনটি যাত্রা শুরু করে। দুই ধরনের কাজ পরিচালনা করেন তারা। একটি হলো- ‘আর্টস ফর পিপল কিডস’, অন্যটি ‘আর্টস ফর পিপল ক্রসিং কন্টিনেন্ট’। আর্টস ফর পিপল কিডসের আওতায় এই দুই শিল্পী বিভিন্ন দেশ ঘুরে ঘুরে স্কুল শিক্ষার্থীদের সঙ্গে ছবি আঁকেন। পরে উপহার হিসেবে রং, পেন্সিল, কাগজ, ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করে থাকেন। তাদের লক্ষ্য- শিল্প-সাহিত্যের মাধ্যমে শিশুদের আনন্দ দেওয়া ও তাদের প্রতিভা বিকশিত করা।
     
আসিফ বলেন, তাদের বিশ্বাস, শিশুরা যদি শিল্প-সাহিত্যে সম্পৃক্ত থাকে, তাহলে তারা বিপথগামী হবে না। হয়তো তাদের সবাই শিল্পী হবে না; কিন্তু তাদের চিন্তাশক্তি বিকশিত হবে। ইতোপূর্বে সংগঠনের হয়ে তারা নেপাল, ভারত, বাংলাদেশসহ নানা দেশে এ কার্যক্রম চালিয়েছেন।
     
২০২৩ সালের ২১ আগস্ট উপজেলার উত্তর হলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের চিত্রকর্ম প্রশিক্ষণ দেয় আর্টস ফর পিপল। পরে শিক্ষার্থীদের উপহার হিসেবে রং, পেন্সিল, কাগজ, ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত