বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের বাড়িতে ডাকাতি

  মোঃ নজরুল ইসলাম,শ্রীনগর(মুন্সীগঞ্জ)  প্রতিনিধি  

প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৫, ১২:৪১ |  আপডেট  : ৮ জানুয়ারি ২০২৫, ০০:৩২

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম খান ও তাঁর চাচাতো ভাই রেজানুর খান রতনের গ্রামের বাড়িতে ডাকাতি হয়েছে। রোববার (৫ জানুয়ারি) রাত ২-৩টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগরের শিবরামপুর গ্রামে দুই বাড়িতে ডাকাতি হয়। ৮-১০ জনের সংঘবদ্ধ  ডাকাত দলটি দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে অস্ত্রের মুখে হাত পা বেঁধে ডাকাতি করে। এসময় ডাকাতদের দুইজনের হাতে আগ্নেয়াস্ত্র ছিলো।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল কাউয়ুম চৌধুরী জানান, "ডাকাতেরা সচিবের বাড়ি থেকে ৩ লাখ ৯০ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার ও তার চাচাতো ভাইয়ের বাড়ি থেকে ৩ লাখ টাকা ও ১২ ভরি স্বর্ণালংকার লুট করেছে বলে জানতে পেরেছি। সেলিম খানের বড় বোন রওশন আরা বেগম বাদি হয়ে মামলা করছেন বলে জানান ওসি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত