বগুড়ায় প্রকাশ্য দিবালোকে বাড়িতে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা হোসেনকে এলোপাথারি ছুরিকাঘাত

  বগুড়া প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২১, ২০:০৫ |  আপডেট  : ৮ জানুয়ারি ২০২৫, ১৩:১৪

বগুড়ার শাজাহানপুরে স্বেচ্ছাসেবক দল নেতা হোসেন আলীর নিজ বাড়িতে হামলা চালিয়ে তাকে এলোপাথাড়ি ছৃুরিকাঘাত করেছে দুর্বত্তরা। হোসেন বগুড়া শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব।

মঙ্গলবার দুপুরে উপজেলার বেতগাড়ী এলাকায় প্রকাশ দিনের বেলা এ ঘটনা ঘটেছে। বর্তমানে হোসেন গুর“তর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

আহত হোসেন আলীর ভাগ্নে রাহাদ মুঠোফোনে বলেন, হোসেন দুপুরে তার নিজ বাড়ির ওয়াশর“মে গোসল করতে প্রবেশ করেন। ওই সময় ১৫-২০টি মোটরসাইকেলের একটি বহর তার বাড়ির সামনে এসে থামে এবং মোটর সাইকেল থেকে নেমেই দুর্বৃত্তরা তার বাড়িতে প্রবেশ করে। পরে হামলাকারীরা ওয়াশর“মে ঢুকে হোসেনকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান। এ ঘটনার পর স্থানীয়রা হোসেনকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করান।

জানতে চাইলে শাজাহানপুর কৈগাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৈকত বলেন, হোসেন বর্তমানে গুর“তর আহত অবস্থায় শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন। জড়িতদের ধরতে অভিযান চলছে।

এদিকে হোসেন আলীর উপড় হামলা ও  হত্যাচেষ্টার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেফতারের দাবিতে মঙ্গলবার দুপুরে বগুড়ায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এবিএম মাজেদুর রহমান জুয়েলে এবং যুগ্ন- আহ্বায়ক সরকার মুকুলের এর নেতৃত্বে পৃথকভাবে  তাৎক্ষণিক  বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেেেশ বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতারপুর্বক শাস্তির দাবী জানান।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত