বগুড়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও ইফতার মাহফিল  

  নিজস্ব প্রতিবেদক 

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২১, ২০:৫৯ |  আপডেট  : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৮:৪২

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করোনা মুক্তির জন্য বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সকল সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসুস্থ সকল নেতাকর্মীদের সুস্থতা কামনা করা হয়। বৃহস্পতিবার বাদ আসর বগুড়া পৌরসভার বারবার নির্বাচিত দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও জেলা বিএনপির সাবেক তাঁত বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম বিটুর আয়োজনে উক্ত দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। 

এ সময় উপস্থিত ছিলেন, হারুনুর রশিদ, নুরুল ইসলাম, প্রফেসর এমদাদুল হক রনজু, মিজানুর রহমান মানিক, ডাঃ সেকেন্দার আলী,মাকসুদুর রহমান সাকি, এমরান হাসান, হাবিবুর রহমান,বাপ্পী, সোহাগ,হেলাল, বেলাল, মামুন,  সনি, শাহীনসহ স্থানীয় মুসল্লীবৃন্দ প্রমুখ। দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা সোয়াইব আহমেদ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত