পুলিশি বাধায় শেষ নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের ইসি অভিমুখে পদযাত্রা
প্রকাশ: ২৫ জুলাই ২০২৩, ১৫:০৫ | আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৪:৩০
পুলিশি বাধায় বাংলামোটর মোড়ে শেষ হয়েছে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের নির্বাচন কমিশন (ইসি) অভিমুখে পদযাত্রা।
মঙ্গলবার (২৫ জুলাই) দুপুর ২টা ২০ মিনিটে পদযাত্রা শেষ করেন দলটির নেতাকর্মীরা।
পুলিশের বাধায় বাংলামোটর মোড়ে অবস্থান নিয়ে গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর বলেন, নির্বাচন কমিশনকে সাতদিনের সময় দিলাম। এ সময়ের মধ্যে ইসি যদি গণঅধিকার পরিষদের নিবন্ধন নিয়ে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা না করে তাহলে ফাইনাল খেলা হবে।
নুর আরও বলেন, গণঅধিকার পরিষদকে নিবন্ধন দিতে হবে। দলের কার্যালয় খুলে দিতে হবে আগামী সাতদিনের মধ্যে। না হলে আমরা নতুন কর্মসূচি দেব।
আগামী ২ মাসের মধ্যে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে উল্লেখ করে নুর বলেন, প্রাথমিকভাবে বিরোধী দলগুলো শান্তিপূর্ণ কর্মসূচি দেবে। পুলিশ যদি কর্মসূচিতে বাধা দেয়, হামলা করে তাহলে নেতাকর্মীরাও যা করার তাই করবেন।
গণঅধিকার পরিষদের নতুন কার্যালয় কেনার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে নুর বলেন, এরইমধ্যে কার্যালয় কেনার জন্য ৭৩ লাখ টাকার দেওয়ার প্রতিশ্রুতি পাওয়া গেছে। আমরা এক থেকে দেড় কোটি টাকা ব্যয়ে নতুন কার্যালয় কিনব।
পুলিশকে উদ্দেশ্য করে নুর বলেন, জনগণের টাকায় আপনাদের বেতন হয়। আওয়ামী লীগের টাকায় নয়। তাই এখন সময় আছে জনগণের কাতারে আসুন। এই সরকারের সময় শেষ।
নির্বাচন কমিশনকে প্রতিবাদলিপি দিতে দলের ৪ সদস্যদের একটি প্রতিনিধি দল ইসি কার্যালয়ে আজ যাবে বলেও উল্লেখ করেন নুর।
এসময় আরও বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিলউর জামান প্রমুখ।
এর আগে বেলা সাড়ে ১২টায় রাজধানীর বিজয় নগর কালভার্ট রোডে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল নিয়ে রওনা দেন নেতাকর্মীরা। মিছিলটি পল্টন, জিরো পয়েন্ট, মৎস্যভবন, শাহবাগ হয়ে বাংলামোটর মোড়ে পৌঁছালে পুলিশ আটকে দেয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত