পিএসএলে 'গার্ড অব অনার' নিয়ে ঢাকায় আসছেন রশিদ খান
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৫৭ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৭
আগামী ২৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে ওয়ানডে দিয়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরু করবে আফগানিস্তান। সেই লক্ষ্যে জাতীয় দলের সঙ্গে যোগ দিতে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছাড়ছেন ঘূর্ণি জাদুকর রশিদ খান।
গতকাল শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে লাহোর কালান্দার্সের হয়ে এবারের পিএসএলে শেষ ম্যাচ খেলেন তিনি। ওই ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডকে উড়িয়ে দেয় কালান্দার্স। দুর্দান্ত জয়ের পর ড্রেসিংরুমে ফিরছিলেন দলটির খেলোয়াড়েরা। এসময় রশিদকে যথাযোগ্য বিদায় জানান তারা।
ইতোমধ্যে সেই ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়, সাজঘরে ফেরার পথে আফগান লেগস্পিনারকে গার্ড অব অনার দিচ্ছেন কালান্দার্সের ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের সদস্যরা। রশিদকে বুকে জড়িয়ে নিচ্ছেন দলীয় অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। আর অন্যরা হাতহালি দিচ্ছেন।
জিইও টিভির এক প্রতিবেদনে বলা হয়, ইসলামাবাদের বিপক্ষেও রশিদের পারফরম্যান্স ছিল চোখধাঁধানো। ৪ ওভার বল করে মাত্র ১৯ রান দিয়ে মূল্যবান ২ উইকেট তুলে নেন তিনি। এতে কালান্দার্সের জয়ের পথও পরিষ্কার হয়।
চলমান পিএসএলে নিয়মিত পারফরম করেছেন রশিদ। ৯ ম্যাচে ১৭.৩০ গড়ে ১৩ উইকেট শিকার করেছেন তিনি। সেই পথে প্রতি ওভারে রান দিয়ে মাত্র ৬.৫। টি-টোয়েন্টি ক্রিকেটে যা স্বপ্নের মতো। এতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে কালান্দার্স।
তিন ওয়ানডে এবং দুই টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে সম্প্রতি ঢাকায় পা রাখে আফগানিস্তান ক্রিকেট দল। পরে সিলেটে গিয়ে একদিন কোয়ারেন্টিন পালন করে তারা। এরপর সেখানে অনুশীলন ক্যাম্প শুরু করে আফগানরা।
সিলেট থেকে সরাসরি চট্টগ্রামে চলে যাবে আফগানিস্তান। সেখানে ২৩ ফেব্রুয়ারি ওয়ানডে দিয়ে সিরিজ শুরু হবে। দ্বিতীয় ও তৃতীয় ওডিআই হবে বন্দরনগরীতেই যথাক্রমে ২৫ ও ২৮ ফেব্রুয়ারি।
এরপর ঢাকায় আসবে আফগানিস্তান। এখানে আগামী ৩ ও ৫ মার্চ টাইগারদের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা। এই দুই ফরম্যাটের জন্যই দল ঘোষণা করেছে আফগানরা। উভয় দলেই রয়েছেন ২৩ বছর বয়সী তারকা ক্রিকেটার রশিদ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত