পরকীয়ার জেরে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ১৭:১৮ | আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ২০:০৫
মাদারীপুর সদর উপজেলায় বেলেট দিয়ে ইতালি প্রবাসী হাবিব মাতুব্বর (৩৫) নামে এক ব্যক্তির পুরুষাঙ্গ কাটার অভিযোগ উঠেছে তার স্ত্রী শিউলি বেগমের (২৯) বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। শনিবার (১৭ জানুয়ারি ) ভোরের দিকে উপজেলার কুনিয়া ইউনিয়নের দিয়াবাড়ি মাতুব্বর বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়,কুনিয়ার দিয়াবাড়ি এলাকায় প্রবাসী হাবিব মাতুব্বর ও তার স্ত্রী শিউলি বেগমের মধ্যে বিয়ের পর থেকেই পরকীয়া নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কলহের লেগেই থাকতো। এ বিষয় নিয়ে স্হানীয়ভাবে কয়েক দফা সালিশ মিমাংসা হলেও স্বামীর কোন পরিবর্তন ঘটেনি। পরে শনিবার রাতে স্বামী স্ত্রীর মাঝে কথার কাটাকাটি হলে এক পযার্য়ের স্ত্রী কোন উপায় না পেয়ে রাগে ভোর রাতে ঘুমন্ত স্বামীর লিঙ্গ কর্তন করেন স্ত্রী । পরে স্থানীয়রা আহতকে উদ্ধার মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।
এদিকে জানা গেছে, প্রায় ১০ বছর আগে দিয়াবাড়ি গ্রামের মৃত্যু রশিদ মাতুব্বরের ছেলে হাবিব মাতুব্বর সঙ্গে একই গ্রামের হোসেন মাতুব্বরের মেয়ে শিউলি বেগমের বিয়ে হয়। বিয়ের কয়েক মাস যেতে না যেতেই তাদের ভিতরে দাম্পত্য কলোহের সৃষ্টি হয়। আহত হাবিব মাতুব্বরের চাচতো ভাই হৃদয় মাতুব্বর জানান, রাতে খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। রাতে স্বামী স্ত্রীর মাঝে কথার কাটাকাটি হয় এক পর্যায় স্ত্রী শিউলি বেগম বেøড দিয়ে আমার ভাইয়র পুরুষাঙ্গ কেটে দেয়। পরে আমার ভাইয়ের ডাক চিৎকারে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে মাদারীপুর হাসপাতাল নিয়ে ভর্তি করেন। তার অবস্থা গুরুতর হলে তাকে ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হসপিটালে প্রেরণ করা হয়।
পরকীয়ার বিষয়টি জানতে চাইলে তিনি অস্বীকার করেন। তবে কী কারণে তার স্ত্রী এমন করেছে তাও তিনি জানেন না বলে জানান। এ ঘটনায় তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করবেন বলেও জানান হাবিব মাতুব্বর।
হাবিব মাতুব্বরের স্ত্রী শিউলির অভিযোগ তার স্বামী পরকীয়ায় আসক্ত। এ কারণে তার সঙ্গে সব সময় খারাপ আচরণ করেন হাবিব । এছাড়া তিনি একাধিক মেয়ের সঙ্গে মোবাইলে কথা বলেন। এ কারণে তিনি এ কাজ করেছেন।
এ বিষয়ে মাদারীপুর সদর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, বেøডসহ ওই ব্যক্তির স্ত্রী শিউলি বেগমকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত