টঙ্গীবাড়িতে 'দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ১৭:১৫ | আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ১৮:৩৬
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে কৃষকদলের আয়োজনে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টায় টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল বানারী ও পাঁচগাঁও ইউনিয়নের পাঁচগাঁও বালুর মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
হাসাইল বানারী ইউনিয়ন কৃষকদলের প্রস্তাবিত সভাপতি মোহাম্মদ আলী বেপারী সঞ্চালনায় পাঁচগাঁও ইউনিয়ন কৃষকদলের সভাপতি দেলোয়ার হোসেন রাঢ়ীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ।
আব্দুস সালাম আজাদ, কৃষকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং কৃষিবান্ধব নীতি প্রণয়নের মাধ্যমেই দেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব।এসময় বক্তারা কৃষকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে কৃষিখাতে টেকসই উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক, জেলা কৃষকদলের সদস্য সচিব শহীদ মজুমদার, উপজেলা কৃষকদলের সভাপতি মো. আমিনুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক মো. কাদের পারভেজ ঢালী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহীন আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি আক্তার হোসেন লাকরিয়া, পাঁচগাও ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ সেলিম, সাধারণ সম্পাদক কাইয়ুম ফকির,উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টু, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহবুব মল্লিক, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক রাসেল ঢালী।কর্মসূচিতে স্থানীয় কৃষকদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত