গত দেড় দশকে বিপুল অর্থ পাচার ও লুটপাট হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ১৫:৩৫ |  আপডেট  : ১৭ জানুয়ারি ২০২৬, ১৮:৩৩

গত ১৫ বছর ধরে দেশে হিসাবরক্ষণের কারচুপি ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ পাচার এবং লুটপাট হওয়ার অভিযোগ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।শনিবার (১৭ জানুয়ারি) ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত ‘সাফা ইন্টারন্যাশনাল কনফারেন্স’-এ তিনি এই মন্তব্য করেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভবিষ্যতের পেশাদাররা সততা, জবাবদিহিতা এবং উদ্ভাবনী শক্তির মাধ্যমে দেশের অর্থনীতিকে পুনরুদ্ধার করতে সাহায্য করবে।

মো. তৌহিদ হোসান বলেন, গত কয়েক দশকে অর্থনৈতিক খাতের অস্বচ্ছতা ও হিসাবরক্ষণের দুর্বলতার কারণে দেশে বৈদেশিক বিনিয়োগ ও অভ্যন্তরীণ সম্পদের সঠিক ব্যবহার বাধাপ্রাপ্ত হয়েছে। আর্থিক লুটপাটের ফলে সাধারণ জনগণের ওপর চাপ বৃদ্ধি পেয়েছে। এজন্য পেশাদারদের নৈতিক মূল্যবোধ ও দক্ষতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

তিনি জোর দিয়ে বলেন, পরবর্তী প্রজন্মের রিপোর্টার, অডিটর এবং অর্থনৈতিক বিশ্লেষকরা যে কাজ করবেন, তা কেবল দেশকে সাহায্য করবে না, বৈশ্বিক অস্থিরতার মধ্যে দেশের অবস্থান দৃঢ় করবে। এ ধরনের উদ্যোগই দেশের অর্থনীতিকে সুষ্ঠু ও স্বচ্ছ রাখবে।

উক্ত সম্মেলনে অংশগ্রহণকারীরা বিশেষ করে নীতি নির্ধারক ও কর্পোরেট প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন, যাতে প্রযুক্তি, এআই এবং সাসটেইনেবিলিটি রিপোর্টিংয়ের মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ডে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হয়।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসান বলেন, আমাদের লক্ষ্য পরবর্তী প্রজন্মকে সক্ষম করা, যাতে তারা আর্থিক অস্বচ্ছতা, দুর্নীতি ও অপব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে। দেশের অর্থনীতিকে সঠিক পথে পরিচালিত করার দায়িত্ব তাঁদের উপর নির্ভর করছে।

তিনি সকলকে উদাত্ত আহ্বান জানান, যে কোনো উদ্যোগ এবং প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে নৈতিকতা, সততা এবং জনসাধারণের স্বার্থ সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার মাধ্যমে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করা সম্ভব।

অনুষ্ঠানের সমাপ্তিতে তিনি বলেন, যদি পেশাদাররা সততা ও নৈতিকতার সঙ্গে কাজ করেন, তবে দেশের অর্থনৈতিক কাঠামো শক্তিশালী ও জবাবদিহিমূলক হবে, এবং পরবর্তী প্রজন্মের জন্য একটি সুষ্ঠু ও সমৃদ্ধিশীল পরিবেশ তৈরি হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত