তীব্র আন্দোলনের হুঁশিয়ারী

পঞ্চগড় সদর উপজেলা ও পৌর যুবদলের কমিটিকে পকেট কমিটি আখ্যা দিয়ে বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১৭:৪৫ |  আপডেট  : ১৬ নভেম্বর ২০২৫, ১৯:২৩

সদ্য ঘোষিত পঞ্চগড় পৌর ও পঞ্চগড় সদর উপজেলা যুবদলের কমিটিতে ত্যাগী, নির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে নতুন কমিটিকে তথাকথিত একতরফা ও পকেট কমিটি আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে পঞ্চগড় প্রেস ক্লাব হলরুমে পঞ্চগড় পৌর ও পঞ্চগড় সদর উপজেলা যুবদলের ত্যাগী, নির্যাতিত নেতৃবৃন্দের ব্যানারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

এসময় লিখিত বক্তব্য পাঠ করেন পঞ্চগড় পৌর যুবদলের সদ্য বিলুপ্ত আহ্বায়ক কমিটির সদস্য সচিব নুর ইসলাম দীপু। এসময় সদর উপজেলা যুবদলের সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক বশিরুল ইসলাম, পৌর যুবদলের সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক ময়নুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

লিখিত বক্তব্য দীপু বলেন, গত ১৩ নভেম্বর বিকেলে  পঞ্চগড় সদর উপজেলা ও পৌর যুবদলের কেন্দ্র থেকে সভাপতি, সাধারণ সম্পাদক সহ ৫ সদস্যর একটি কমিটি দেয়া হয়েছে। সেটি মুলত একটি পকেট কমিটি। একতরফা ভাবে কমিটি অনুমোদন করে ঘোষণা দেয়া হয়েছে। যাতে দলের গঠনতন্ত্র মানা হয়নি। মুলত উপজেলা ও পৌর যুবদলের কমিটি জেলা অনুমোদন করে কেন্দ্রে পাঠায়। কিন্তু এখানে পঞ্চগড় ১ আসনের ধানের শীষের প্রার্থী কেন্দ্রের সাথে যোগাযোগ করে এই কমিটি অনুমোদন করেছেন। এখানে ত্যাগী ও বিগত দিনে আন্দোলন সংগ্রামে অংশ নেয়া এবং নির্যাতিতদের বঞ্চিত করা হয়েছে। যাদের দিয়ে কমিটি করা হয়েছে তারা কখনো যুবদলের রাজনীতিতে জড়িত ছিল না। তারা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলে ছিল। দলের গঠনতন্ত্র অনুযায়ী কোন ব্যক্তিকে তিন বছর যুবদলের রাজনীতিতে যুক্ত থাকতে হবে। কিন্তু তারা কেউই যুবদলের রাজনীতি করেন।  তাদের কেউ কেউ সেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের সভাপতি পদে প্রার্থী ছিলেন।

অবিলম্বে এই কমিটি বিলুপ্ত করে ত্যাগী ও নির্যাতিত কর্মীদের নিয়ে কমিটির দাবি জানিয়ে দীপু বলেন, আগামী তিনদিনের মধ্যে এই কমিটি বিলুপ্ত না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারী উচ্চারণ করেন তিনি। সংবাদ সম্মেলনে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন। পঞ্চগড় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল বলেন, নতুন কমিটির বিষয়ে আমরাও জানতাম না। হঠাৎ করে জানতে পেরেছি কাগজের মাধ্যমে। কেন্দ্রের সাথে যোগাযোগের চেষ্টা করেছি কিন্তু কেউ ফোন রিসিভ করেননি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত