প্রশাসনের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক

ঢাকা-বরিশাল মহাসড়কে গাছের গুড়ি ফেলে শাট ডাউন পালন

  শফিক স্বপন, মাদারীপুর

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১৪:১৬ |  আপডেট  : ১৬ নভেম্বর ২০২৫, ১৭:৩৫

ডাসার উপজেলার গোপালপুর থেকে মেলকাই পর্যন্ত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের  নেতাকর্মীরা বড় বড় গাছ কেটে ফেলে সড়ক অবরোধ করে যান ফলে দুইদিকে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। রোববার ভোর ৪টা থেকে ৬টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে। এ সময় কালকিনি উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা শাট ডাউন সফল করার জন্য বিক্ষোভ মিছিল করেছে।  মিছিল শেষে বক্তব্য রাখেন কালকিনি আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক উপজেলার সাবেক চেয়ারম্যান মীর গোলাম ফারুক,কালকিনি পৌরসভার সাবেক পৌর মেযর জেলা যুব লীগ নেতা এনায়েত হোসেন প্রমুখ।

সকাল হওয়ার সাথে সাথেই  মাদারীপুরের আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় সড়কটি দ্রুত স্বাভাবিক করতে কাজ শুরু করেন।  এ সময় ফায়ার সার্ভিস,সেনাবাহিনী, পুলিশ, বিজিবিসহ কালকিনি ও ডাসার থানার পুলিশ প্রশাসন এবং স্থানীয় বিএনপি ও জামাত নেতাকর্মীরা। তারা একযোগে কাটা গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।

এ ঘটনায় যাত্রী ও স্থানীয়দের ভোগান্তি চরমে পৌঁছেছে।তবে কাউকে আটক করা যায় নি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত