নন্দীগ্রামে দুর্বৃত্তদের দেওয়া আগাছানাশকে পুড়লো কৃষকের আধাপাকা ধান
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১৭:০২ | আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ১৯:০৪
বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে দুর্বৃত্তদের দেওয়া আগাছানাশকে পুড়লো কৃষক আব্দুল কুদ্দুস ও রেজাউল করিমের আধাপাকা ধান। তারা স্বপ্ন দেখছিলো ধান ঘরে তুলে ভাতের চাল করার পর অবশিষ্ট ধান বিক্রির টাকা সংসারের কাজে লাগাবেন কিন্তু রাতের আঁধারে দুর্বৃত্তদের দেওয়া আগাছানাশকে তাদের প্রায় ৭০ হাজার টাকার ধান পুড়ে গেছে।
নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের গন্ধবপুর গ্রামের কৃষক আব্দুল কুদ্দুস ও রেজাউল করিমের নিজ নিজ নামে ক্রয়কৃত ৬৫ শতাংশ জমিতে ব্রিধান-৪৯ জাতের ধান চাষ করে। সেই জমির ধান আধাপাকা হয়েছিলো। এমতাবস্থায় গত বৃহস্পতিবার রাতের যেকোনো সময়ে দুর্বৃত্তরা গোপনে তাদের জমিতে আগাছানাশক প্রয়োগ করে। আগাছানাশক প্রয়োগের দুইদিন পর গত শনিবার বিকেলে কৃষক আব্দুল কুদ্দুস জমিতে গিয়ে দেখেন তাদের জমির ধান পুড়ে সাদা হয়ে গেছে।
কান্না জড়িত কন্ঠে কৃষক আব্দুল কুদ্দুস জানান, আমি একজন গরীব কৃষক, ৩০ বছর আগে আমাদের দুই ভাইয়ের নামে ক্রয় করা এই জমিতে চাষাবাদ করে আমাদের সংসার চলে। কারো সাথে আমাদের শত্রুতা নেই তবুও কারা আমাদের এমন ক্ষতি করলো? আমি এর সুষ্ঠু বিচার চাই। উপসহকারী কৃষি কর্মকর্তা জহুরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের ধানক্ষেত পরিদর্শন করে নন্দীগ্রাম উপজেলা কৃষি অফিস থেকে যথাসাধ্য সহযোগিতা করা হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত