শ্রীপুরে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ

  গাজীপুর প্রতিনিধিঃ

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১৪:৫০ |  আপডেট  : ১৬ নভেম্বর ২০২৫, ১৭:৫১

গাজীপুরের শ্রীপুরে গ্রামীণ ব্যাংকের মাওনা-শ্রীপুর শাখা কার্যালয়ে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে শ্রীপুর থানা ও মাওনা পুলিশ ক্যাম্পের ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার বারতোপা গ্রামের ওই ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে।

রবিবার দুপুরে গ্রামীণ ব্যাংকের শ্রীপুরের এরিয়া ম্যানেজার আব্দুর রাজ্জাক জানান, ব্যাংকের কমকর্তা-কর্মচারীরা প্রায়ই ব্যাংকেই রাতযাপন করেন। এদিনও শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বারতোপা বাজারের গ্রামীণ ব্যাংকের মাওনা-শ্রীপুর শাখায় দৈনন্দিন নিয়মিত কাজ শেষে তিনি ব্যাংকের ভেতরেই ঘুমিয়ে পড়েন। সে সময় তার সঙ্গে আরও চার জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। মধ্যরাতে দুর্বৃত্তরা ব্যাংকের সীমানা প্রাচীরের ভেতরে এবং বাইরে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করলে বিস্ফোরিত হয়ে বিকট শব্দ হয়।

‘ওই শব্দে তাদের ঘুম ভেঙে যায়। আশপাশের লোকজন এগিয়ে আসে। তারা প্রধান ফটকে আগুন দেখতে পান। ব্যাংকের সীামানা প্রাচীরের ভেতরে ও বাইরে কাঁচের টুকরো ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়। পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় বড় ধরেনের দুর্ঘটনা না ঘটলেও ব্যাংকের সাইনবোর্ডটির কিছু অংশ পুড়ে গেছে।’

শ্রীপুর  থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ‘গ্রামীণ ব্যাংকের বারাতোপা ব্রাঞ্চের গেটের বাইরে কে বা কারা পটকা ফুটিয়ে থাকতে পারে। তাদের পক্ষ থেকে এখনও অভিযোগ দায়ের করেনি। আমিসহ মাওনা পুলিশ ক্যাম্পের ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি জানান, পুলিশের টহল জোরদার থাকায় দুর্বৃত্তরা বড় ধরনের কোনও নাশকতা ঘটাতে পারেনি। ঘটনাস্থল থেকে একটি বোতল উদ্ধার করা হয়েছে। কারা হামলা চালিয়েছে তা জানতে তদন্ত শুরু করে ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুতই আইনের আওতায় আনা হবে।

কা/আ 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত