নন্দীগ্রামে পৌর জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ০৮:১৪ | আপডেট : ১৪ মার্চ ২০২৫, ১৮:৫১

বগুড়ার নন্দীগ্রামে পৌর জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ মাঠে পৌর জামায়াতের আমির জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল আলিমের সঞ্চালনায় এ ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা শাখার সভাপতি মনজুরুল ইসলাম রাজু। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান, বগুড়া জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও উপজেলা জামায়াতের সাবেক আমির আনোয়ারুল হক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল ও পৌর জামায়াতের অর্থ সম্পাদক আব্দুস সাত্তার প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত