নয়াপল্টনে কঠোর অবস্থানে পুলিশ
প্রকাশ: ২৯ জুলাই ২০২৩, ১৫:৫২ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৭:১৩
সরকার পতনের এক দফা দাবি আদায়ে ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি। এর কর্মসূচিকে কেন্দ্র করে শনিবার (২৯ জুলাই) সকাল থেকেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। থমথমে পরিস্থিতি বিরাজ করছে নয়াপল্টন এলাকায়।
শনিবার অবস্থান কর্মসূচি পালনের সময় রাজধানী বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা আহত হয়েছেন।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নিরাপত্তা আরও জোরদার করা হয়। এ সময় দুপুরে নয়াপল্টন বিএনপি কার্যালয় সংলগ্ন গলি থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নিজামুদ্দিন হাওলাদারকে পুলিশ আটক করেছে।
দুপুর দুইটার সময় সরেজমিনে দেখা যায়, বিএনপির কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ। সেখানে কোনো নেতাকর্মী নেই।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত