নন্দীগ্রামে যৌন হয়রানির ঘটনায় যুবক গ্রেপ্তার
প্রকাশ: ৩ মে ২০২১, ১৯:১০ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৯:০৪
বগুড়ার নন্দীগ্রামে যৌন হয়রানির ঘটনায় যুবক গ্রেপ্তার হয়েছে। জানা গেছে, উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের হাজারকী গ্রামের এক গৃহবধূ সম্প্রতি বিকেল বেলায় তার সন্তান নিয়ে মামার বাড়িতে যাচ্ছিলো। সে সময় একই গ্রামের বিমল চন্দ্র সরকারের ছেলে বিধান চন্দ্র (২৭) ওই গৃহবধূর সাথে যৌন হয়রানির ঘটনা ঘটায়। ঘটনাটি স্থানীয়ভাবে আপস করার চেষ্টা করা হলেও তা হয়নি।
এরপর ওই গৃহবধূ বাদী হয়ে রবিবার নন্দীগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে। সে মামলায় পুলিশ বিধান চন্দ্র সরকারকে গ্রেপ্তার করে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে। সোমবার থানার এসআই রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত