নন্দীগ্রামে তরুণীর আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ায় যুবক গ্রেপ্তার
প্রকাশ: ২১ নভেম্বর ২০২১, ১৮:৪৪ | আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ১০:২৭
বগুড়ার নন্দীগ্রামে ফেসবুক মেসেঞ্জারে এক তরুণীর আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে আফিফ হোসেন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (২০ নভেম্বর) বিকেল ৪ টারদিকে নন্দীগ্রাম বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার বুড়ইল ইউনিয়নের কৈগাড়ী গ্রামের আলী হাসানের ছেলে। আফিফ হোসেন অনার্স ৩য় বর্ষের একজন শিক্ষার্থী।
থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, অনার্স ২য় বর্ষের ভুক্তভোগী এক তরুণীর সাথে ফেসবুক মাধ্যমে আফিফ হোসেনের পরিচয় হয়। পরে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠে। যে কারণে তারা ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে একে অপরের কাছে ব্যক্তিগত ছবি আদান প্রদান করে থাকে। হঠাৎ করে ওই তরুণীর বিয়ে হয়ে যাওয়ায় সে ক্ষিপ্ত হয়ে উঠে। বিয়ে হওয়ার পরেও রাস্তাঘাটে তাকে বিরক্ত করতে থাকে আফিফ হোসেন। এরপর সে ওই তরুণীর আপত্তিকর ছবি ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে বিভিন্ন জনের মাঝে ছড়িয়ে দেয়।
এ ঘটনায় ওই তরুণী নিজেই বাদী হয়ে আফিফ হোসেনকে আসামি করে থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করে। সেই মামলায় আফিফ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত