তানজানিয়ায় স্বর্ণের খনিতে ভূমিধস, নিহত ২২
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৪, ১১:৩৪ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০২:৫৬
তানজানিয়ার উত্তরাঞ্চলে একটি স্বর্ণের খনিতে ভূমিধসে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। বিধিনিষেধ থাকা সত্ত্বেও একদল লোক খনিটি খনন শুরু করলে সেখানে ভূমিধসের ঘটনা ঘটে। শনিবার সিমিউ অঞ্চলের বারিয়াদি জেলার এনগালিতা খনিতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জেলা প্রশাসক সাইমন সিমালেঙ্গা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
জেলা প্রশাসক সাইমন সিমালেঙ্গা জানিয়েছেন, যেখানে ভারী বৃষ্টিপাতের কারণে খননের মতো কার্যকলাপ সীমাবদ্ধ ছিল সেখানে একদল লোক খনন শুরু করে।
এই ভূমিধস ও প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান। এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, নিহত ওই শ্রমিকরা তানজানিয়ার ওই এলাকার ছোট খনির শ্রমিক ছিল। সেখানে তারা নিজেদের জন্য, তাদের পরিবারের জন্য জীবিকা অর্জনের চেষ্টা করেছিল।
সিমালেঙ্গা বলেছেন ভূমিধসের পর প্রাথমিকভাবে বলা হয়েছিল ১৯ থেকে ২০ জন খনিতে আটকা পড়েছে, কিন্তু ২২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
এই অঞ্চলের ফায়ার অ্যান্ড রেসকিউ ফোর্সের ভারপ্রাপ্ত কমান্ডার ফাউস্টিন এমটিটু এএফপি বার্তা সংস্থার উদ্ধৃতি দিয়ে বলেন, অনুসন্ধান শেষ করা হয়েছে । ধ্বংসস্তূপের মধ্যে আর কোনও মৃতদেহ আটকে নেই বলে নিশ্চিত করেছেন তিনি।
সিমালেঙ্গা বলেন, সরকার নিরাপত্তা ব্যবস্থা ঘোষণা করার প্রায় তিন সপ্তাহ আগে খনিজসমৃদ্ধ এলাকায় খনন শুরু করেছিল স্থানীয় লোকজন।
চলমান ভারী বৃষ্টির কারণে এলাকাটিকে কোনও ধরনের কর্মকাণ্ড পরিচালনা করার বিষয়ে সীমাবদ্ধ ছিল। ভারী বৃষ্টিতে সেখানে আকস্মিক বন্যা হয়েছে।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত