চিত্রশিল্পি মাহমুদুল হকের দাফন সম্পন্ন
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২২, ২০:৪৬ | আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ০৫:২২
করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সাবেক অধ্যাপক ও জাতীয় যাদুঘরের সাবেক মহাপরিচালক বরেণ্য চিত্রশিল্পী মাহমুদুল হকের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার(১৩ জানুয়ারি) দুপুরে মরহুমের গ্রামের বাড়ী বাগেরহাটের রামপাল উপজেলার শ্রীফলতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে তার নামাজে জানাযা সম্পন্ন হয়। পরে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।
রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন, 'আমাদের গ্রাম' প্রকল্পের পরিচালক রেজা সেলিম, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা বিখ্যাত এই চিত্র শিল্পির জানাজায় অংশ নেন।
এর আগে মঙ্গলবার (১১ জানুয়ারি) রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ৭৬ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বুধবার (১২ জানুয়ারি) বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণে মরহুমকে শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। মাহমুদুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকালটি অব ফাইন আর্টসের সাবেক অধ্যাপক এবং বাংলাদেশ জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত