গ্যারেজ থেকে ব্যাটারী চালিত টমটম চুরি
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২২, ১৮:২৪ | আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ০০:৩৪
বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের কুসুম্বী বাজারের পাপন সরকারের গ্যারেজ থেকে ব্যাটারী চালিত টমটম চুরির ঘটনা ঘটেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের হয়নি।
জানা যায়, গত শুক্রবার গভীর রাতে পার্শ্ববর্তী রাণীনগর উপজেলার কদমগাড়ী গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে টমটম চালক গুলজার হোসেন উপজেলার কুসুম্বী বাজারের পাপন সরকারের টমটম গ্যারেজে প্রতিদিনের ন্যায় টমটম চার্জ দেয়ার জন্য চার্জে দিয়ে চলে যায়। সকালে টমটম নিতে এসে দেখে গ্যারেজের সার্টার দরজার তালা ভেঙ্গে চোরেরা টমটম চুরি করে নিয়ে গেছে। এছাড়া কুসুম্বী বাজারে প্রতি রাতেই পাহারা দেওয়ার পরও কেন মাঝে মধ্যে এ ধরনের চুরির ঘটনা ঘটে এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন এলাকার সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ ঘটনায় এলাকার টমটম ও ইজিবাইক চালকদের মাঝে আতংক বিরাজ করছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত