খালেদা জিয়ার জন্ম দিন উপলক্ষে শ্রীনগরে আলোচনা সভা ও দোয়া মাহফিল
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৪, ১৯:৪৭ | আপডেট : ৮ জানুয়ারি ২০২৫, ০৬:২২
মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্ম দিন উপলক্ষে সুস্থতা কামনা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহিদের আত্মার মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৫ টায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে বাইপাস এলাকায় এই দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শহিদুল ইসলাম মৃধার সভাপতিত্তে এবং সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজদিখান উপজেলা বি এন পির সভাপতি আল মুসলিম গ্রুপের চেয়ারম্যান শেখ মোঃ আব্দুল্লাহ। আর বক্তব্য রাখেন , উপজেলা বি এন পির সিনিয়র সহসভাপতি আশরাফ হোসেন মিলন , সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল, জয়নাল আবেদীন মৃধা জেমস , আব্দুল জলিল , আলী আজম জহিরুল ইসলাম মাসুদ, ফয়সাল আহাম্মেদ রনি, এমদাদুল হক রজিন , ও খাদিমুল ইসলাম অপু প্রমুখ ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত