ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফাইনাল ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৫, ১৭:১৩ | আপডেট : ৯ জানুয়ারি ২০২৫, ১০:২৫
জামালপুরের ইসলামপুরে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক/বালিকা ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।
আজ বুধবার (৮জানুয়ারি) ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রঙ্গানে প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে দিনব্যাপী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান।স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহানারা খাতুন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব,উপজেলা বিএনপির সহ-সভাপতি একেএম শহিদুর রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএএম আবু তাহের, জামালপুর জেলা শাখার জামায়াতে ইসলামী নায়েবে আমির খলিলুর রহমান, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আবির আহমেদ বিপুল মাস্টার, ছাত্র বিষয়ক সম্পাদক সোহেল রানা খোকন, প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান মোরাদ, প্রধান শিক্ষক মাহবুবুল আলম, বাংলাদেশ শিক্ষক সমিতি উপজেলা শাখার সভাপতি আনিসুর রহমান ও সৈয়দ মাসুদ রাজা।
উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বালক ও বালিকা চারটি দল অংশগ্রহণ করে। (বালিকা ফুটবল দল)উত্তর সিরাজাবাদ সঃ প্রাঃ বিদ্যালয়কে ট্রাইবেকারে ৩/২ গোলে হারিয়ে জয়লাভ করেন উলিয়া সঃ প্রাঃ বিদ্যালয়।
অপরদিকে বালক ফুটবল দল পশ্চিম ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইবেকারে ৩/১ গোলে হারিয়ে জয়লাভ করেন গুঠাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়। অনুষ্ঠান শেষে চ্যাম্পিয়ন এবং রানার্স আপদের মধ্যে মেডেল ও ট্রফি বিতরণ করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত