মাদারীপুরে কেঁটে নিচ্ছে রাস্তার গাছ, প্রশাসন নিরব

  এসআর শফিক স্বপন,মাদারীপুর

প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৫, ১৫:০১ |  আপডেট  : ৯ জানুয়ারি ২০২৫, ১০:৩৪

মাদারীপুর জেলার ডাসার উপজেলার ধুলগ্রামের রাস্তা ও খালের পাড় থেকে লাখ টাকার গাছ কেঁটে নিচ্ছে স্থানীয় আহম্মদ, মোহাম্মদ ও খলিল নামের ৩জন। স্থানীয় ইউনিয়ন ভূমি অফিসের ৫শ গজের মধ্যে এই গাছ কেঁটে নিলেও কোন ব্যবস্থা নেননি তহসিলদার।

সরোজমিনে দেখা গেছে, রাস্তার পাশ থেকে গাছ কেঁটে ভ্যানে করে নিয়ে যাচ্ছে। গাছ কাটার পর গাছের গোড়া মাটি দিয়ে ঢেকে দিচ্ছে। বেশ কিছুদিন ধরে গাছ কাটলেও তহশিলদার কোন ব্যবস্থা গ্রহণ করেননি। এ পর্যন্ত প্রায় ১২ থেকে ১৫টি গাছ কেঁটে নিয়ে গেছে স্থানীয় আহম্মদ, মোহাম্মদ নামের দুইভাইসহ খলিল নামের অপর এক ব্যক্তি। এতে ক্ষুব্দ এলাকাবাসী।

স্থানীয় ওয়াজেদ আলী ও মোসারফ হাওলাদার অভিযোগ করে বলেন, প্রকাশ্যে রাস্তার গাছ কেঁটে নিলেও তহশিলদার তাদের কিছু বলে না। এভাবে রাস্তার গাছ কেঁটে নিলে বর্ষায় খালে পানি এলে এই রাস্তা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এখন গাছ কাঁটতে এদের বাঁধা না দিলে পরবর্তীতে আরও মানুষ গাছ কাঁটা শুরু করবে। এভাবে রাস্তার দুই পাশের সব গাছই কেঁটে ফেলবে এরা। তহসিলদার টাকা নিয়ে এদের গাছ কাটার সুযোগ করে দিচ্ছে। তহসিলদার সরকারি লোক হয়ে কিভাবে সরকারে ক্ষতি করছে। আমরা তহশিলদারের বিচার চাই।

অভিযুক্ত খলিল বলেন, আমাদের জমির উপর দিয়ে রাস্তা গেছে। আমরা রাস্তার পাশে খাল পাড়ে এই গাছ লাগিয়েছি। এখন গাছ বড় হয়েছে তাই কেঁটে নিয়ে যাচ্ছি। এতে কার কি বলার আছে।

বালীগ্রাম ইউনিয়নের তহশিলদার মো. কবির মিয়া বলেন, আমার মৌজা ম্যাপ দেখতে হবে। দেখতে হবে এই জমি কার। যদি কাগজপত্রে সরকারি জমি হয় তখন তাদের আমি বাঁধা দেব। আপনার কাগজপত্র দেখতে দেখতে তো এরা গাছ কেঁটে নিয়ে যাবে এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, যদি তাদের জমিতে গাছ হয় তাহলে তারা গাছ কাঁটলে আমার কি করার আছে। আর যদি জমি সরকারি হয় তখন আমি দেখব। তবে টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করেন তহসিলদার কবির মিয়া।এবিষয় জানতে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বারবার ফোন করেও পাওয়া যায় নি।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত