নন্দীগ্রামে সরিষা ফুলে মৌমাছির আনাগোনা
প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৫, ১৮:২৫ | আপডেট : ৯ জানুয়ারি ২০২৫, ১০:৫৫
আবহাওয়া অনুকূলে থাকলে চলতি রবি মৌসুমে বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় সরিষার ভালো ফলনের আশা করছে কৃষকরা। পৌষের এই শীতে মাঠ জুড়ে এখন হলুদ ফুলের সমারোহ। সরিষা ফুলের মধু আহরণের জন্যে এক ফুল থেকে উড়ে গিয়ে অন্য ফুলে বসছে মৌমাছিরা। অনেকেই সরিষা ফুলের সৌন্দর্যের সাথে মোবাইলে ছবি তুলছেন।
উপজেলা কৃষি অফিস সূত্র জানা যায়, এবারের রবি মৌসুমে নন্দীগ্রাম উপজেলার ১টি পৌর এলাকা ও ৫টি ইউনিয়নে ৫ হাজার ৪৬৬ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, হলুদ রঙে অপরূপ সাজে সেজেছে বিস্তীর্ণ মাঠ। কোনো কোনো কৃষক সরিষার ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। আবার অনেকেই সরিষা ক্ষেতের এই সৌন্দর্যের সাথে মোবাইলে নিজের ছবি ধারণ করে রাখছেন।
উপজেলার দাসগ্রাম মাঠে সরিষা ক্ষেতে ছবি তোলার সময় কথা হয় রাব্বি হাসানের সাথে। তিনি জানান, সরিষা ফুলগুলো অনেক সুন্দর লাগছে। ফুলে ফুলে মৌমাছিরা বেড়াচ্ছে। তাই ভাবলাম এই ফুলের সাথে কয়েকটা ছবি তুলে রাখি।
গোপালপুর গ্রামের কৃষক জীবন কুমার সরকার বলেন, ৩ বিঘা জমিতে সরিষা আবাদ করেছি। এবার সরিষার বেশ ভালো ফুল দেখা যাচ্ছে। আশা করা যায় ফলনও ভালো হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক জানান, এবছর এখন পর্যন্ত সরিষা চাষে উপযোগী আবহাওয়া রয়েছে। আশা করি নন্দীগ্রাম উপজেলার কৃষকরা সরিষা চাষ করে এবার লাভবান হবে। সরিষা ক্ষেতে যত মৌমাছির আনাগোনা হবে পরাগায়ন তত ভালো হবে। এতে সরিষার ফলনও বৃদ্ধি পাবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত