কাউনিয়ায় স্কুলে মৃত্যুর কোলে ঢলে পড়েন মোহাম্মদ হোসেন খেলু
প্রকাশ: ২২ মার্চ ২০২৪, ১০:০৫ | আপডেট : ৪ জানুয়ারি ২০২৫, ১৫:৫৭
কাউনিয়া চর মবাদিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ হোসেন খেলু (৫৫) বৃহস্পতিবার বাড়ি থেকে অটো রিক্সা যোগে তার কর্ম স্থল স্কুলে পৌঁছে সাড়ে নয়টার দিকে হৃদযন্ত্র কৃয়া বন্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন। স্কুলে প্রিয় শিক্ষকের এমন মৃত্যু দেখে শিক্ষক ও শিক্ষার্থীরা কান্নায় ভেঙ্গে পড়েন।
পারিবারিক সূত্রে জানাগেছে টেপামধুপুর ইউনিয়নের বাজে মসকুর গ্রামের আলহাজ¦ মতিয়ার রহামানের পুত্র ও সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক মোঃ সারওয়ার আলম মুকুলের স্ত্রীর বড় ভাই সহকারী শিক্ষক মোহাম্মদ হোসেন খেলু প্রতিদিনের মত বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বের হয়ে অটো রিক্সায় তার কর্মস্থল যান। স্কুল পৌঁছে তার বুকের ব্যাথা অনুভব করে এবং আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়েন। এমন মৃত্যু দেখে স্কুল মাঠে এক হৃদয় বিদারক দৃর্শ্যর অবতারনা ঘটে, শিক্ষক ও শিক্ষার্থীরা কান্নায় ভেঙ্গে পড়েন। পরে খবর পেয়ে পরিবারের লোকজন তার মৃত দেহ বাড়িতে নিয়ে যায়। তার জানাজার নামাজ বিকাল ৫টা ১৫ মিনিটে টেপামধুপুর আউয়ালী সিনিয়র মাদ্রসা মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় রাজনৈতিক ব্যাক্তিবর্গ, জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, ছাত্র, সুধীজন, এলাকবাসী শতশত মানুষ অংশ গ্রহন করে। জানাজা শেষে মসজিদের পাশে পারিবারিক করব স্থানে দাফন করা হয়। মৃত্যু কালে তিনি মাতা, ৩ভাই, ৫বোন, স্ত্রী, ১পুত্র সন্তান, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন। তার মৃত্যুতে উপজেলা শিক্ষা অফিসার মোছাঃ সায়লা জেসমিন সাঈদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী, রাজনৈতিক নেতা সুধীমহল এবং প্রত্যাশার আলো পত্রিকা পরিবার শোক ও সমবেদনা জানিয়েছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত