কাউনিয়ায় সবজিতে স্বস্তি ফিরলেও মুদি পণ্যের দাম চড়া

  সারওয়ার আলম মুকুল

প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৩, ১৬:৪৮ |  আপডেট  : ১১ মার্চ ২০২৫, ১০:৪৪

কাউনিয়ায় অস্থির বাজারে সবজিতে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে গত ৩বছরের মধ্যে চালের দাম এখন সর্বোচ্চ। চাল কিনতেই নাভিশ্বাস মধ্যবিত্ত ও নিম্নবিত্তের মানুষের। আমনের ভরা মৌসুমেও চালের আকাশছোঁয়া দাম, দিন গড়ালে কি হবে? এ ভেবেই দুঃচিন্তা নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের।
চালও কি পেয়াজের পথেই হাঁটছে, এমন শঙ্কাও ক্রেতাদের মধ্যে।

সরেজমিনে উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে হঠাৎ করেই মাংস ও শীতের সবজির বাজারে দাম কিছুটা কমতে শুরু করেছে। অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে ১০ থেকে ৪০ টাকার মধ্যে। মাংস বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ৬০০ টাকা কেজি দরে। এতে করে কিছুটা স্বস্তি এসেছে ক্রেতাদের মধ্যে। তবে বাজারে মুদি পণ্যের দাম বেড়েছে। মুদী দোকানদার সোহরাব হেসেন জানান, আজকে ছোট মুসর ডাল ১৪, মোটা মুসর ডাল ১২০, মুগ ডাল ১৬০, খেসারি ডাল ৯০, বুটের ডাল ১০০, ছোলা ৯৩, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৭০, প্যাকেটজাত চিনি ১৫০, খোলা চিনি ১৪০, কেজি প্যাকেট ময়দা ৭৫, আটা কেজি প্যাকেট ৫৫, দুধ ৮৫০, মোট চাল ৫৮, চিকন ৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে। 

তিনি জানান, দোকানে সব পণ্যের সরবরাহ আছে। কোনো পণ্যের ঘাটতি নেই, কিন্তু বিক্রি আগের থেকে কমে গেছে। আজ বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২৩০ থেকে ২৫০ টাকা। লেয়ার মুরগির কেজি ৩৫০ টাকা। ক্রেতা মোশারফ হোসেন বলেন, সবজির দাম কিছুটা নাগালের মধ্যে আসলেও অন্যান্য জিনিসপত্রের দাম লাগামহীন। প্রতিনিয়তই শুধু বাড়ে। 

বাজার ব্যবস্থায় সরকারের নিয়ন্ত্রণ না থাকায় বাজার এতটা অস্থির। সবজি বিক্রেতারা জানান অবরোধে তাদের বিক্রিতে সমস্যা হচ্ছে না। তবে পণ্য আনতে অতিরিক্ত খরচ হচ্ছে। বিভিন্ন সবজির দাম কমায় শীতের সবজির স্বাদ নিতে পারছে ক্রেতা। বিজ্ঞজন বলছেন মন্দা অর্থনীতির সঙ্গে মূল্যস্ফীতির চড়া মূল্য দিতে হচ্ছে ভোক্তাদের। খাবার কেনা কমিয়ে দিয়েছেন অনেকে। সরকারের বাজার নিয়ন্ত্রণ করা জরুরী। 

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত