মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক কল্যান সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

  নজরুল ইসলাম - শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ২২:০৭ |  আপডেট  : ১৩ মার্চ ২০২৫, ০২:১৬

মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক কল্যান সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যায় শ্রীনগর শপিং কমপ্লেক্সের মোঘল এম্পেয়ার রেস্টুরেন্টে  এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক কল্যান সমিতির সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এমএ কাইয়ুম মাইজভান্ডারির সঞ্চালনায় উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মো. মহিন উদ্দিন, শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হাবিব, অতিরিক্ত পুলিশ সুপার শ্রীনগর সার্কেল মো. আনিছুর রহমান, শ্রীনগর থানা অফিসার ইনচার্জ মো. শাকিল আহাম্মেদ, শ্রীনগর ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন, শ্রীনগর থানার সেকেন্ড অফিসার আশিক হোসেন, মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক কল্যান সমিতির সহ-সভাপতি আবু নাসের লিমন, মিজানুর রহমান ঝিলু, ইমতিয়াজ বাবুল, বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মাসুদ খান,  শ্রীনগর প্রেসক্লাবের সভাপতি আরিফ হেসেন, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম শ্যামল, সিরাজদিখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আপন মাসুদ , আনিসুর রহমান, লৌহজং প্রেসক্লাবের সভাপতি মোঃ শওকত হোসেন, টঙ্গীবাড়ী  অনলাইন প্রেসক্লাবের সভাপতি ফিরোজ আলম বিপ্লব, মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক কল্যান সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেন হারিছ, ইসমাইল হোসেন, রুবেল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুমন আহাম্মেদ, সহ-সাংগঠনিক সম্পাদক সহিদুল সালমান রুপক, দপ্তর সম্পাদক ফৌজি হাসান খান রিকু, প্রচার ও প্রকাশনা সম্পাদক হামিদুল ইসলাম স্বপন, সহ- প্রচার ও প্রকাশানা সম্পাদক বিদ্যুৎ, কোষাধ্যক্ষ মিঠু তালুকদার, সহ- কেষাধ্যক্ষ জাহিদ হাসান, সাংবাদিক মাসুম, জাকির লস্কর, আসলাম হোসেন, মোফাজ্জল হোসেন, আনোয়ার হোসেন প্রমুখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত