চাঁপাইনবাবগঞ্জে দুটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১১:০৫ |  আপডেট  : ১৩ মার্চ ২০২৫, ১৪:৩৬

চাঁপাইনবাবগঞ্জে দুইটি অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। বুধবার (১২ মার্চ) দুপুর থেকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম।

এ সময় চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবু সাঈদ উপস্থিত ছিলেন।

প্রশাসন সূত্র থেকে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় মেসার্স টাইগার ব্রিকস ও মেসার্স নিউ স্টার-২ ব্রিকস নামে দুইটি ইটভাটায় অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের একটি টিম। অভিযানে ইটভাটা দুইটির মালিকপক্ষ কোনো লাইসেন্স দেখাতে পারেনি। পরে উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ভাটার চুলায় পানি দিয়ে আগুন নিভিয়ে দেয় এবং এস্কেভেটর দিয়ে অবৈধ দুইটি ইটভাটা চিমনিসহ ভেঙে দেওয়া হয় ও সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবু সাঈদ বলেন, সারা দেশে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চলছে। এই ধারাবাহিকতায় নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় টাইগার ও নিউ স্টার নামে দুইটি ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে দুই ইটভাটাকে ২০ হাজার করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনার সময় চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ, র‍্যাব-৫, আনসার এবং ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সা/ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত