করোনামুক্ত হলেন মির্জা ফখরুল

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ৪ জুলাই ২০২২, ১০:৩৭ |  আপডেট  : ১৬ ডিসেম্বর ২০২৪, ২০:২৫

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর করোনা ভাইরাসমুক্ত হয়েছেন। রোববার (৩ জুলাই) বিকেলে তার নেগেটিভ রিপোর্ট পাওয়া গেছে। সোমবার (৪ জুলাই) সকালে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৫ জুন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের করোনা ভাইরাস সংক্রমণ পরীক্ষায় পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। এরপর উনি স্কয়ার হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে উত্তরার বাসায় অবস্থান করেন। বর্তমানে শারীরিকভাবে তিনি সুস্থ আছেন।  

এর আগে চলতি বছরের ১১ জানুয়ারি মির্জা ফখরুল ও তার স্ত্রী রাহাত আরা বেগম করোনা পজিটিভ হয়েছিলেন।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত