এমপি’র ‘দেহরক্ষী’স্বেচ্ছাসেবকলীগ নেতা ফারুক দেশীয় অস্ত্রসহ গ্রেফতার

  সজিবুল আলম সজিব

প্রকাশ: ২৬ জুলাই ২০২৩, ১০:০২ |  আপডেট  : ১৮ ডিসেম্বর ২০২৪, ১০:১৫

বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাবলুর দেহরক্ষী হিসেবে পরিচিত মাঝিড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সহ- সভাপতি ওমর ফারুক(৪০) কে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলা ডোমনপুকুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফারুক ডোমনপুকুর দেওয়ানপাড়া মৃত আব্দুর রশিদের পুত্র।

স্থানীয়রা জানায়, ওমর ফারুক বগুড়া-৭ আসনের (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাবলুর দেহরক্ষী হিসেবে পরিচিত। যেকোনো অনুষ্ঠানে সংসদ সদস্যের সঙ্গে তাকে দেখা যায়। এই প্রভাবে ওমর ফারুক রাম দা, হাসুয়াসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে বেড়াতেন। তার এসব কর্মকান্ডে তারা অতিষ্ঠ ছিলেন। কিন্তু স্থানীয় সংসদ সদস্যের কাছের লোক হওয়ায় কেউ কিছু বলার সাহস পান না। তবে ওমর ফারুকের দেহরক্ষীর বিষয়টি অস্বীকার করে সংসদ সদস্য রেজাউল করিম বাবলু বলেন, এ রকম অনেক মানুষই তার পিছনে থাকেন। ফারুক আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের রাজনীতির সাথে জড়িত।

এ বিষয়ে জানতে চাইলে শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জিয়াউল হক জুয়েল বলেন, ধানের মধ্যে যেমন চিটা থাকে, সেভাবে ওমর ফারুকের নাম কমিটিতে এসেছে। কিন্তু মাঝিড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটি এখনও অনুমোদন হয়নি। প্রাথমিকভাবে তার নাম রয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক(ওসি) মোস্তাফিজ হাসান বলেন, আমাদের কাছে গোপন সংবাদ ছিল ওমর ফারুক দেশীয় অস্ত্র প্রদর্শন করে স্থানীয়ভাবে ভয়-ভীতি দেখাতেন। এই তথ্যের ভিত্তিতে তাকে ২টি দেশীয় অস্ত্র রাম দাসহ গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, সম্প্রতি স্বেচ্ছাসেবকলীগ নেতা ওমর ফারুকের দু’ হাতে রাম দাসহ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এ কারণেই ডিবি পুলিশ তাকে গ্রেফতার করেছেন বলে ধারণা করা যাচ্ছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত