এবার করোনায় প্রাণ হারালেন জামাই-শাশুড়ি
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২১, ০৯:২৪ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১৭:৪২
করোনা আক্রান্ত হয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ভোলার কৃতিসন্তান ব্যারিস্টার লিউ সাহা কেনেডির মৃত্যুর একদিন পর শনিবার তার শাশুড়ি অনিকা দাস (৬২) করোনা আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু বরণ করেছেন।
গত ৮ দিন ধরে তিনি প্রথমে করোনা আইসোলেশন ইউনিট, এরপর আইসিইউ এবং সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন। একদিনের ব্যবধানে জামাই এবং শাশুড়ির মৃত্যুতে ওই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
এর আগে করোনা আক্রান্ত হয়ে ১২ দিন রাজধানীর স্কয়ার ও এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে লিউ সাহা কেনেডি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
তিনি ভোলার বিশিষ্ট আইনজীবী কার্তিক সাহার একমাত্র ছেলে এবং ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী অসীম কুমার সাহার বোনের ছেলে।
মৃত্যুর আগে লিউ সাহা কেনেডি তার স্ত্রী ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বিকেলে ঢাকার সবুজবাগ শ্রী শ্রী বরদেশ্বরী মহা শ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত