আয়কর অফিসরিটার্ন জমার সময় আরও বাড়ল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ১৫:১১ |  আপডেট  : ২ জানুয়ারি ২০২৬, ১৬:৩০

ব্যক্তি করদাতাদের বার্ষিক বিবরণী বা রিটার্ন জমা দেওয়ার সময় আরো ১৬ দিন এবং কম্পানির করদাতাদের রিটার্ন জমা দেওয়ার সময় আরো এক মাস বৃদ্ধি করল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) এনবিআর এ সংক্রান্ত ভিন্ন দুটি আদেশ জারি করেছে। বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর নীতি উইংয়ের দ্বিতীয় সচিব এইচ এম শাহরিয়ার হাসান এতে স্বাক্ষর করেছেন।সাধারণ করদাতারা আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন।

আর কোম্পানি করদাতারা আয়কর রিটার্ন জমা দিতে পারবেন মার্চ মাসের ১৬ তারিখ পর্যন্ত।এ নিয়ে তৃতীয় দফা রিটার্ন দাখিলের সময় বাড়ানো হলো। এর আগে, দুই দফা সময় বাড়ানোর পর ৩১ জানুয়ারি রিটার্ন জমা দেওয়ার সময় শেষ হওয়ার কথা ছিল। গত ২৯ ডিসেম্বর ও ১৭ নভেম্বর পৃথক আদেশে দুই দফা এক মাস করে সময় বাড়ায় এনবিআর।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত