আদমদীঘি উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হলেন যারা

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ২২ মে ২০২৪, ১০:৩৬ |  আপডেট  : ১৫ জুন ২০২৪, ১৬:২৫

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বীতিয় ধাপে বগুড়ার আমদীঘি উপজেলা পরিষদ নির্বাচনে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু (আনারস মার্কা) ৩৯ হাজার ৮৩২ ভোট পেয়ে বেসরকারী নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী শ্রমিকলীগ নেতা রাশেদুল ইসলাম রাজা (মোটরসাইকেল) পেয়েছেন ৩২ হাজার ১২৮ ভোট। অপরপ্রার্থী তোফায়েল হোসেন লিটন (ঘোড়া) পেয়েছেন ৩ হাজার ৯৩০ ভোট। ভাইস চেয়ারম্যান পদে সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মাহমুদুর রহমান পিন্টু (টিউবয়েল মার্কা) ৩৮ হাজার ৪০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মন্টি (চশমা মার্কা) পেয়েছেন ৩৪ হাজার ৬৩৪ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সালমা বেগম চাঁপা (হাঁস মার্কা) ৪৩ হাজার ৬৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী যুবলীগনেত্রী ইশরাত জাহান কুইন (প্রজাপতি মার্কা) ২৯ হাজার ২৯৫ ভোট পেয়েছেন। উপজেলা পরিষদ নির্বাচনে দ্বায়িত্বপ্রাপ্ত সহকারী রিটানিং অফিসার ও আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ মঙ্গলবার রাতে তাদের বেসরকারিভাবে নির্বাচিত ঘোষনা করেছেন।

 মঙ্গলবার(২১মে) সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপুর্ন ভাবে উপজেলার ৬০টি কেন্দ্রে বিরতিহীন ভাবে ভোট গ্রহন চলে। আদমদীঘি উপজেলায় ১টি পৌরসভা ও ৬টি ইউনিয়নে মোট ভোটার ১লাখ ৬৮হাজার ৮৮জন। এরমধ্যে  পুরুষ ভোটার ৮৪ হাজার ১শত ২৮ জন এবং মহিলা ভোটার ৮৩ হাজার ৯ শত ৬০ জন। ভোট কেন্দ্র গুলোতে র‌্যাব,বিজিবি,পুলিশ ও আনসার সদস্যদের উপস্থিতি চোখে পড়ার মতো। এ উপজেলায় ৪১ শতাংশ ভোট পড়েছে বলে আদমদীঘি উপজেলা নির্বাচন অফিসার রাজু আহম্মেদ জানান।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত