আদমদীঘিতে লায়ন ফরিদের আর্থিক সহায়তা ও ফুটবল বিতরণ

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২৭ |  আপডেট  : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০০:০১

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউপির দমদমা উদীয়মান যুব শক্তি ক্লাবের ঘর নির্মানে আর্থিক সহায়তা ও ফুটবল প্রদান করেছে ঢাকা মহানগর উত্তর শ্রমিকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক লায়ন ফরিদ আহমেদ। গতকাল শুক্রবার রাতে ক্লাব চত্বরে এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে। অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মকর্তা গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ও সাবেক ইউপি সদস্য মারুফ-উল হাসান খান শিপলুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লায়ন ফরিদ আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি জিললুর রহমান, পৌর জিয়া পরিষদের সভাপতি ফিরোজ, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন সনি, সাংগঠনিক সম্পাদক রবিন, সাংবাদিক সাগর খান ও তরিকুল ইসলাম জেন্টু প্রমূখ।   

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত