নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০১ |  আপডেট  : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৩:৫৬

নেপালের নবগঠিত অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শনিবার (১৩ সেপ্টেম্বর) এক বার্তায় প্রধান উপদেষ্টা এ অভিনন্দন জানান। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। 

আবুল কালাম বলেন, অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা নেপালের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন হিসেবে সুশীলা কার্কির দায়িত্ব নেওয়ার প্রশংসা করেন। মুহাম্মদ ইউনূস আশা প্রকাশ করেন, নতুন প্রধানমন্ত্রীর নেতৃত্বে নেপাল শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতার পথে অগ্রসর হবে।

প্রধান উপদেষ্টা তার বার্তায় দুই দেশের গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা জানান। পাশাপাশি সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতায় প্রাণহানির ঘটনায় নেপালের জনগণের প্রতি সমবেদনা প্রকাশ এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

চিঠির শেষে নেপালের জনগণের শান্তি ও সমৃদ্ধি এবং প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও সফলতা কামনা করেন প্রধান উপদেষ্টা।

উল্লেখ্য, প্রধান বিচারপতি পদেও নেপালের প্রথম নারী ছিলেন সুশীলা কার্কি। দুর্নীতি ও স্বজনপ্রীতির প্রতিবাদে নেপালে চলমান আন্দোলন সহিংস হয়ে উঠলে দেশটি অস্থিতিশীল হয়ে পড়ে। তবে অন্তর্বর্তী সরকার গঠনের মধ্য দিয়ে অচলাবস্থা কাটবে বলে আশা করছেন অনেকে।

অন্তর্তবর্তী সরকার গঠনে নেপালকে অভিনন্দন জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, নিকট প্রতিবেশি, বন্ধুপ্রতিম গণতান্ত্রিক রাষ্ট্র এবং উন্নয়নে দীর্ঘদিনের অংশীদার হিসেবে দুদেশের মানুষের সমৃদ্ধির জন্য ঘনিষ্ঠভাবে কাজ করবে ভারত।

তরুণ বিক্ষোভকারী থেকে শুরু করে রাজনৈতিক গোষ্ঠী, সবার কাছ থেকেই সমর্থন পেয়েছেন কার্কি। দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে তার সুপারিশে পার্লামেন্ট ভেঙে দেন প্রেসিডেন্ট। এরপর প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে আগামী ৫ মার্চ সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত