আদমদীঘিতে ইয়াবা সহ যুবক গ্রেফতার
প্রকাশ: ১৩ আগস্ট ২০২১, ১৯:১৬ | আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ০৩:০৪
পুলিশ মাদক বিরোধী এক অভিযান চালিয়ে ইয়াবা সহ প্রীতম ভৌমিক নামের এক যুবককে গ্রেফতার করেছে। এঘটনায় আদমদীঘি থানায় মাদক আইনে একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ গ্রেফতারকৃত ওই যুবককে শুক্রবার জেলহাজতে পাঠিয়েছে।
জানাযায়,উপজেলা সান্তাহার রেলওয়ে মাতৃসদন হাসপাতালের পিছনে মাদক কেনা-বেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বৃহস্প্রতিবার রাত সাড়ে ১২টার দিকে মাদক বিরোধী অভিযান চালিয়ে প্রীতম ভৌমিক (২৬) কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাকে তল্লাশি করে ১০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রীতম ভৌমিক দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী প্রীতম সান্তাহার পৌর শহরের রথবাড়ী এলাকার প্রদীপ ভৌমিকের ছেলে। আদমদীঘি থানার অফিসার ইনর্চাজ জালাল উদ্দীন মামলা দায়ের ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত