আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মুকুল বোস আর নেই

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ২ জুলাই ২০২২, ১০:২৩ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৪

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য  বীর মুক্তিযোদ্ধা মুকুল বোস মারা গেছেন। শনিবার ভোরে ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে মৃত্যু হয় তার। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমরা দুঃখ ও বেদনার সঙ্গে জানাচ্ছি আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মুকুল বোস চেন্নাই অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৫টা ২০ মিনিটে মৃত্যুবরণ করেছেন।’

মুকুল বোসের বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধা মুকুল বোসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, ২০১৭ সালের ৩১ জানুয়ারি দলের ২০তম কাউন্সিলের পর মুকুল বোসকে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য করা হয়।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত