১২ মামলায় আগাম জামিন পেলেন ইশরাক হোসেন

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫০ |  আপডেট  : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৩:৪২

রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা নাশকতার ১২ মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে এসব মামলায় তার জামিন মঞ্জুর করেনে হাইকোর্ট বেঞ্চ।

গত ২৮ অক্টোবর সন্ধ্যায় হঠাৎ হাইকোর্টে এসে জামিন চেয়ে আবেদন করেন বিএনপি নেতা ইশরাক হোসেন। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ইশরাক হোসেনের পক্ষে জামিন আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান।

বৃহস্পতিবার (২৯ ফেব্রয়ারি) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদাত হোসাইনের সমন্বয়ে গঠিত বেঞ্চ জামিন শুনানির দিন ঠিক করে এই আদেশ দেন।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে সংঘর্ষের ঘটনার পর রাজধানীর রমনা, পল্টনসহ বিভিন্ন থানায় ইশরাকের বিরুদ্ধে এসব মামলা হয়।


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত