‘আমদানি নিয়ন্ত্রিত’ বিদেশি সিগারেট আসছে অবৈধ পথে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ১২:৪৬ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ১৫:৩৬

ফাইল ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে বিপুল পরিমাণে ‘আমদানি নিয়ন্ত্রিত’ বিদেশি সিগারেট আসছে। প্রায় প্রতিটি ফ্লাইটেই একাধিক যাত্রীর কাছ থেকে জব্দ হচ্ছে সিগারেট।

ব্যাগেজ রুলসে প্রতি যাত্রী এক কার্টন সিগারেট আনার সুবিধা পান। তবে সম্প্রতি লাগেজ ভর্তি করে সিগারেট আনার প্রবণতা দেখা যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

ঢাকা কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার আল-আমীন বলেন, সিগারেট আমদানি নিয়ন্ত্রিত পণ্য। একজন যাত্রী ট্যাক্স ছাড়াই এক কার্টন সিগারেট আনতে পারেন। ব্যাগেজ রুলসের বাইরে শুধু সিগারেট নয়, যে কোন পণ্য আনলেই আমরা তা জব্দ করছি। ট্যাক্সেবল আইটেম হলে সেগুলো ট্যাক্সেশন সম্পন্ন করে ফেরত দেওয়া হচ্ছে। আর সিগারেট বা অ্যালকোহলের মতো পণ্য আমরা ফেরত দেই না।

বিমানবন্দর কাস্টমস সূত্র জানায়, গত এক সপ্তাহে প্রায় ১ কোটি টাকার কাছাকাছি সিগারেট জব্দ করা হয়েছে। যা অন্যান্য সময়ের তুলনায় আসলে অনেক বেশি।

সূত্র জানায়, গত ১৯ ডিসেম্বর রাতে কুয়েত এয়ারলাইন্সের তিন জন যাত্রীর কাছ থেকে মোট ৮০৫ কার্টনের বড় একটি বিদেশি সিগারেটের চালান জব্দ করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ৮ লাখ টাকা। এর আগের দিন ১৮ ডিসেম্বর দুবাই থেকে আসা আরেক যাত্রীর কাছ থেকে ১৯৫ কার্টন জব্দ করা হয়। তারও আগের দিন ১৭ ডিসেম্বর কাস্টমস দুবাই থেকে আসা ৩ যাত্রীর ব্যাগ তল্লাশির সময় ৪১০ কার্টন জব্দ করা হয়। ওই একই দিনে দুবাই থেকে আসা অপর এক যাত্রীর কাছ থেকে ১৯৫ কার্টন সিগারেট জব্দ করা হয়।

আর গত ১৫ ডিসেম্বর ৪৫০ কার্টন সিগারেট বেল্টে রেখেই কে বা কারা পালিয়ে যায়। পরবর্তী সময়ে প্রিভেন্টিভ টিম সেগুলো জব্দ করে। গত ১৪ ডিসেম্বর দুবাই থেকে আসা দুই যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৫৬৭ কার্টন সিগারেট জব্দ করা হয়। একই দিন দুবাই থেকে আসা অপর এক যাত্রীর কাছ থেকেও ১৮৪ কার্টন জব্দ করা হয়।

 

সা/ই

 

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত