হাসপাতালে আরও ২৭০ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি
প্রকাশ: ১৯ আগস্ট ২০২১, ১৯:০৪ | আপডেট : ৯ ডিসেম্বর ২০২৪, ১৪:১০
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ২৭০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২৭০ জন। এর মধ্যে ঢাকাতেই ২৪০ জন ও ঢাকার বাইরে রয়েছেন ৩০ জন।
এতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে সর্বমোট এক হাজার ২৩৮ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে এক হাজার ১৪৫ জন ও অন্যান্য বিভাগে বর্তমানে ৯৩ জন রোগী ভর্তি রয়েছেন।
এ বছর ১ জানুয়ারি থেকে ১৯ আগস্ট পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট সাত হাজার ২৫১ জন। একই সময়ে তাদের মধ্য থেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন পাঁচ হাজার ৯৮২ জন রোগী।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত