হাফ পাসের বিভেদ

  সাহিত্য ও সংস্কৃতি ডেস্ক

প্রকাশ: ১ ডিসেম্বর ২০২১, ০৭:৫৭ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ০৯:৫১

শাহীন কামাল 
-------------------

কেউবা দিবে হাফ ভাড়া আর কেউবা দিবে ফুল
গাঁও-গেরামের ছেলেমেয়ের কোথায় তবে ভুল?
শহর গাঁয়ের মাঝে কেন এই বিভাজন রাখো
দুইদলের মধ্যে কেন বিভেদ রেখা আঁকো?
এরা সবাই ছাত্রছাত্রী - দাবীও ছিল সমান 
ভাড়া যদি কমবে তবে সবারটাই কমান।
একটা দেশে সব শিক্ষার্থী একই সুযোগ পাবে
গাঁয়েরটা কি লস প্রজেক্ট ? শহরটা কি লাভে ?
ঢাকা শহর টাকার শহর, ভাবনা শুধু তাদের!
শহর ঘিরে সব সুবিধা, গ্রামটা তবে কাদের?
গাঁয়ের মেয়ে গাঁয়ের ছেলে, সকল ফলে আগে
প্রহসনের শিকার হবে আন্দোলনের ভাগে ?
হাফ পাসের সুফলটা পাক গেঁও চাষির ছেলে
শহরজুড়েও একই নীতিতে চলুক মিলেঝিলে।

ছাত্রবান্ধব রীতি চলুক একই সীমারেখায়
গ্রাম-শহরের সমতা হোক আপন চোখের দেখায়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত