সৎ পথে থাকা চাই

  সাহিত্য ও সংস্কৃতি ডেস্ক

প্রকাশ: ৩ এপ্রিল ২০২২, ১২:০০ |  আপডেট  : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৮:০৬

মোঃ তাইফুর রহমান
---------------------------


কোন পথে আছো তুমি? বলো ওহে ভাই
চারদিকে দেখি আজ শান্তি যে নাই।
সত্য কে ধরে রাখো মিথ্যাকে বাদ
জীবনের পথে পাবে শান্তির স্বাদ।

সৎ কাজ করা চাই ভূবনের মাঝে 
কেনো ভাই থাকবে যে খারাপের কাজে।
মিলেমিশে থাকা চাই এই ওয়াদা হোক 
খারাপের ওই পথে আছে খুব শোক।

মনের সব হিংসা দূর হোক ভাই
 বিধাতার হুকুম যে মানা আজ চাই।
হানাহানি ঝগড়া চাইনাতো আর 
শত্রুর কাছে কেনো মানবো যে হার?

ব্যবহার ভালো হোক হাসি চাই মুখে
 অন্যায় যত আছে দাও সব রুখে।
চরিত্র আমাদের যদি হয় ভালো
 মনে সদা থাকবে যে শান্তির আলো।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত