স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মাদারীপুরে আনসার-ভিডিপির পতাকা প্রদক্ষিণ ও র্যালী
প্রকাশ: ১ ডিসেম্বর ২০২১, ১৪:০২ | আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ২৩:৩৩
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রত্যেকটি ইউনিটের উদ্যোগে সারা দেশের ন্যায় মাদারীপুরে ২০ আনসার ব্যাটালিয়ন ও জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভিন্ন ভিন্নভাবে বুধবার সকাল ১০টা থেকে ১১ টা প্রর্যন্ত ৫০টি জাতীয় পতাকা নিয়ে পতাকা প্রদক্ষিণ র্যালী করেছে।
মাদারীপুর ২০ আনসার ব্যাটালিয়ন এবং জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্তৃক আয়োজিত ২ টি পতাকাবাহী র্যালী মাদারীপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করন।
র্যালীতে উপস্থিত ছিলেন জেলা কমান্ড্যান্ট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, মাদারীপুর ও উপ-পরিচালক (অতিঃ দায়িত্ব)মোঃ শরফুজ্জামান,২০ আনসার ব্যাটালিয়ন মাদারীপুরের কোম্পানী কমান্ডার তপন কুমার রপ্তান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আবুল কালাম সহ ২০ আনসার ব্যাটালিয়ন এবং জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সদস্যবৃন্দ অংশগ্রহন করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত