উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশে তাসকিন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ১৭:১২ |  আপডেট  : ১৫ জানুয়ারি ২০২৫, ২০:৩১

উইজডেনের বর্ষসেরা একাদশে বাংলাদেশ থেকে জায়গা পেয়েছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। বছরজুড়ে ওয়ানডে সংস্করণে নৈপুণ্য দেখিয়ে তারকা এ পেসার নাম লিখেছেন বর্ষসেরা স্কোয়াডে। এদিকে তালিকায় সর্বোচ্চ তিনজন আছেন শ্রীলঙ্কা থেকে। পাকিস্তান, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ থেকে আছেন দুইজন করে। এছাড়া ইংল্যান্ড থেকে এই তালিকায় জায়গা পেয়েছেন একজন।

বল হাতে দারুন পারফরমেন্সের জন্য নতুন বছরের শুরুতেই স্বীকৃতি পেলেন টাইগার এই গতি তারকা। ক্রিকেটের বাইবেলখ্যাত উইজডেনের ২০২৪ সালের ওয়ানডের বর্ষসেরা একাদশে জায়গা হয়েছে তার।

২০২৩ ওয়ানডের বিশ্বকাপের পর সব দলই গত বছরের জুনে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতে শুরু করে। বিশ্ব আসরটি শেষ হতেই চলে আসে টেস্ট খেলার পর্ব। প্রিয় ফরম্যাট ওয়ানডেতে বাংলাদেশও বেশি ম্যাচ খেলার সুযোগ পায়নি, তিনটি সিরিজে মোট ৯টি ম্যাচ খেলে তারা। বাংলাদেশের সবগুলো ম্যাচ খেলা হয়নি তাসকিনের, তিনি খেলেন ৭টি ম্যাচ।

এই সাত ম্যাচ দিয়েই নিজের উপস্থিতি দারুণভাবে জানান দেন বাংলাদেশ দলের পেস আক্রমণের এই নেতা। সাত ম্যাচে ২৩.৯ গড় ও ৫.৩ ইকোনমিতে ১৪টি উইকেট নেন ২৯ বছর বয়সী এই পেসার। আর তাতে উইজডেনের ২০২৪ সালের ওয়ানডের বর্ষসেরা একাদশে জায়গা হয়েছে।

উইজডেনের ২০২৪ সালের ওয়ানডে বর্ষসেরা একাদশ: সাইম আইয়ুব (পাকিস্তান), পাথুম নিসাঙ্কা (শ্রীলঙ্কা), কেসি কার্টি (ওয়েস্ট ইন্ডিজ), কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা), আজমতউল্লাহ ওমরজাই (আফগানিস্তান), লিয়াম লিভিংস্টোন (ইংল্যান্ড), শারফেন রাদারফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ), ভানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান), আল্লাহ গাজানফার (আফগানিস্তান), তাসকিন আহমেদ (বাংলাদেশ)।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত